fbpx
বাংলাদেশপ্রধানমন্ত্রী

স্বাধীনতা বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে: প্রধানমন্ত্রী

যারা এদেশের স্বাধীনতা চায়নি, যারা খুনি ও যুদ্ধপরাধীদের নিয়ে রাষ্ট্র পরিচালনা করে বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল তাদের কিছু প্রেতাত্মা এখন সমাজে আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

এসময় শেখ হাসিনা আরও বলেন, খালেদা জিয়াকে দয়া করে বাসায় থাকতে দেয়া হয়েছে; তারপরও দেশে-বিদেশে অপপ্রচার চালাচ্ছে একটি গোষ্ঠী।

১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন  উপলক্ষে বিকেলে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। ‘শতবর্ষের সুবর্ণরেখায় সেজেছে সোনার বাংলা, পিতার আরাধ্য পথে শেখ হাসিনার এগিয়ে চলা’ শীর্ষক এ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তিনি বলেন, বাংলাদেশ যেন ঘুরে দাঁড়াতে না পারে, সেজন্যই বঙ্গবন্ধুকে হত্যা করে খুনিচক্র। যারা দেশের স্বাধীনতা চায়নি, তাদের প্রেতাত্মারা এখনও বিদ্যমান বলে মন্তব্য করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ জনগণের জন্যই কাজ করে আর জনগণ ভোট দিয়েছে বলেই পরপর তিনবার ক্ষমতায় এসেছেন তারা।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সবচেয়ে ব্যয়বহুল চিকিৎসার ব্যবস্থাসহ তাকে নিজের বাসায় থাকতে দেয়া হয়েছে। তারপরও দেশের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন শেখ হাসিনা।

করোনার সংক্রমণ উর্ধ্বমুখী থাকায় আবারও সবাইকে টিকাগ্রহণসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান সরকার প্রধান।

বাংলাটিভি/ রাপ্পি

সংশ্লিষ্ট খবর

Back to top button