fbpx
Uncategorizedবাংলাদেশশোক সংবাদ

জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক মাহমুদুল হক আর নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মাহমুদুল হক আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

গতকাল সন্ধ্যা ৭.১০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

আজ সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গনে শ্রদ্ধা নিবেদন করা হয়। তাঁর মরদেহ বাগেরহাট রামপালে নেয়া হবে। সেখানে আগামী কাল বাদ জোহর জানাজা শেষে তাকে দাফন করা হবে।

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আমরা সকলের দোয়া প্রার্থী-শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক।

বাংলাটিভি/ রাপ্পি

সংশ্লিষ্ট খবর

Back to top button