fbpx
আন্তর্জাতিকখেলাধুলাফুটবল

স্প্যানিশ কাপে আতলেতিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আথলেতিক বিলবাও

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আতলেতিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আথলেতিক বিলবাও।গতরাতে সৌদি আরবের রিয়াদে জিতেছে দলটি।

ম্যাচ শুরুর প্রথম ১৫ সেকেন্ডের মধ্যেই আতলেতিকো মাদ্রিদের পক্ষে হোয়াও ফেলিক্সে গোল করলেও অফসাইডের কারণে লাইন্স ম্যান পতাকা উড়ালো।প্রথমার্ধে গোল না পেলেও ৬২তম মিনিটে এগিয়ে গেলো আতলেতিকো মাদ্রিদের ফেলিক্স হেড করলে আত্মঘাতী গোল পেয়ে এগিয়ে যায় আতলেতিক মাদ্রিদ।এর ১৫ মিনিট পরেই আথলেথিক বিলবাওয়ের পক্ষে ইয়েরেই লোপেজ গোল করলে দল সমতায় ফেরে।৮১ মিনিটে  কর্ণার থেকে আতলেতিক বিলবাওয়ের দানি গার্সিয়ার হেডের মাধ্যমে গোল করলে ২-১ ব্যবধানে জয় পায় আতলেতিক বিলবাও।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button