fbpx
বানিজ্য সংবাদবাংলাদেশ

ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজারে উপেক্ষিত স্বাস্থ্যবিধি

সংক্রমণরোধে জীবনযাত্রায় বিধি-নিষেধ আরোপ করা হলেও, ছুটিরদিনে রাজধানীর কাঁচাবাজারে অনেকটা উপেক্ষিতই ছিলো স্বাস্থ্যবিধি। মাস্ক সাথে রাখলেও তা পরে থাকার বিষয়ে মানুষ যেন উদাসীন। এদিকে, বাজারে নিত্যপণ্যের বেচাকেনা ভালো হলেও দাম বেড়েছে বেশিরভাগেরই। রয়েছে ক্রেতা-বিক্রেতাদের চিরচেনা বাকবিতণ্ডা।

ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে করোনার সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে, তা প্রতিরোধে দেশজুড়ে স্বাস্থ্যবিধি জোরদারে নতুন নির্দেশনা কার্যকর করেছে সরকার। এরইমধ্যেই, আজ সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজারে অনেকটা উদাসীনতাই লক্ষ্য করা গেছে ক্রেতা-বিক্রেতাদের মাঝে। মাস্ক রাখলেও, বেশিরভাগ মানুষকেই পরে থাকতে দেখা যায়নি।

এদিকে চলতি সপ্তাহে, বাজারে সবধরনের পন্যের বেচাকেনা ভালো। প্রতিবছর শীত মৌসুম আসলেই মুরগির দাম সাধারণত কমে যায়। তবে ব্যতিক্রম এ বছর। কয়েকমাস আগেও ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া ব্রয়লার মুরগী এখন বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা পর্যন্ত। এছাড়া লেয়ার মুরগী ২৩০, আর সোনালির দাম কেজিপ্রতি ৩৫০ টাকা

বিক্রেতারা বলছেন, মুরগির উৎপাদন আর পরিবহন খরচ বেড়ে যাওয়ায় কেনাদামই বেশি পড়ছে। আর প্রতিনিয়ত বাড়তিদামে হয়রান সাধারণ ক্রেতারা।অন্যদিকে, ভরা মৌসুমেও বাড়তি সবজির বাজারদর। গেল সপ্তাহের চেয়ে বেশিদামেই বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি।

তবে নতুন পেঁয়াজ আলুর বাজার কিছুটা স্বস্তি দিচ্ছে সাধারণ ক্রেতাদের। বিক্রি হচ্ছে গেল সপ্তাহের চেয়ে খানিকটা কম দামেই।এছাড়া মাছের দাম সাধারণ ক্রেতা-বিক্রেতাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button