নারায়ণগঞ্জ ইসির সর্বোত্তম নির্বাচন: মাহবুব তালুকদার
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদে সর্বোত্তম নির্বাচন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
লিখিত বক্তব্যে ইসি মাহবুব বলেন, ‘নারায়ণগঞ্জ আমাদের কার্যকালের সর্বশেষ সিটি নির্বাচন। এটি ছিল আমার অনেক প্রত্যাশার স্থান। কারণ, আমি এরই মধ্যে বলেছি, যার শেষ ভালো, তার সব ভালো। নাসিক নির্বাচনে আমি চারটি কেন্দ্রের ১৪টি বুথ পরিদর্শন করেছি। এই নির্বাচনে উল্লেখযোগ্য কোনো সংঘর্ষ ও সন্ত্রাসের ঘটনা ঘটেনি। বিগত পাঁচ বছরে যতগুলো সিটি নির্বাচন হয়েছে, আমার বিবেচনায় আমাদের প্রথম কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ও সর্বশেষ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সর্বোত্তম।’
আলোচিত এই নির্বাচন কমিশনার আরও বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন সম্পর্কে আমি কিছুটা বিস্মিত। একজন মাননীয় সংসদ সদস্য আচরণবিধি লঙ্ঘন করে প্রচার চালিয়েছেন। কিন্তু, আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাঁকে কোনো চিঠি পর্যন্ত দেওয়া হয়নি। বরং বলা হয়েছে, তিনি আচরণবিধি লঙ্ঘন করলেও শাস্তিযোগ্য অপরাধ করেননি।
বাংলাটিভি/ সাকিব