বাংলাদেশ
ইভিএমে কারচুপির কারণে এই পরাজয়: তৈমূর
ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে কারচুপির কারণেই তার পরাজয় হয়েছে বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার।
সন্ধ্যায় ভোটের ফলাফলে সেলিনা হায়াৎ আইভীর কাছে বিপুল ভোটে পরাজয়ের পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই অভিযোগ করেন তিনি।
এরআগে, বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে কেন্দ্রে সিদ্ধিরগঞ্জ এলাকায় সাংবাদিকদের তিনি বলেন, আজকের নির্বাচনে গোলযোগ হয়নি। তবে ভেতরে কোনো ইঞ্জিনিয়ারিং হয়েছে কি না, তা দেখতে হবে।
বাংলাটিভি/ সাকিব