fbpx
Uncategorizedনির্বাচনবাংলাদেশ

নারায়ণগঞ্জের মতো সংসদ নির্বাচনও সুষ্ঠু হবে: তথ্যমন্ত্রী

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের মতো আগামী সংসদ নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সকালে জাতীয় প্রেসক্লাবে দৈনিক ভোরের আকাশ পত্রিকার আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

অনিয়মের খবর প্রকাশের পাশাপাশি, সরকারের উন্নয়নের খবরও তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহবান জানান তথ্যমন্ত্রী।

এসময় তিনি আরো বলেন, বিএনপি প্রকাশ্যে নির্বাচনে অংশ না নিলেও, নানাভাবে তারা নির্বাচনে এসে নির্বাচনী ব্যবস্থা নিয়ে মিথ্যাচার করেছে।

বাংলাটিভি/ রাপ্পি

সংশ্লিষ্ট খবর

Back to top button