বাজারে ফের দাম বেড়েছে সবজির, মাছের দর চড়া
মাঘ মাসের এই শীতের তীব্রতার মাঝেও, নিত্যপন্যের বাজারে আগুন থামছে না। গেল সপ্তাহে কম থাকলেও, আবারো বেড়েছে সবধরনের সবজির দাম। অন্যদিকে, শুকনো মৌসুম হওয়ার পরও মাছের বাজার বেশ চড়া। তবে দুইমাস ধরে অস্বস্তিতে ফেলা মুরগির দাম, চলতি সপ্তাহে কিছুটা কমেছে।
চলছে শীতের ভরা মৌসুম। আর এই সময়ে কাঁচা বাজারগুলো ভরপুর ফুলকপি,বাঁধাকপি,সিম,মুলা,টমেটোসহ বাহারি সব সবজিতে।
বাজারে সবজির এতো সরবরাহ থাকার পরেও চলতি সপ্তাহে আবারো দাম বেড়েছে। প্রতিটি সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত বাড়তি।
শুকনো মৌসুম হওয়ার পরেও বাজারে মাছের দাম চড়া। এনিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
তবে বাজারে, গত কয়েক সপ্তাহ ধরে বাড়তি দামে বিক্রি হওয়া মুরগির দাম কিছুটা কমেছে। ব্রয়লারের কেজিপ্রতি দর ১৫৫ থেকে ১৬০, লেয়ার ২০০ ও পাকিস্তানি মুরগী বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে।এদিকে, সপ্তাহের ব্যবধানে বিভিন্ন চালের দাম বেড়েছে কেজিতে ৩ টাকা পর্যন্ত।
বাংলাটিভি/শহীদ