শনিবার সকালে ক্ষেতলাল উপজেলার জয়পুরহাট-বগুড়া সড়কের শালবন এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় পিকআপভ্যানে থাকা এক মাছ ব্যবসায়ী আহত হয়েছেন।নিহত পিকআপভ্যান চালক মাসুদ রানা চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুবাগান গ্রামের মৃত নাজিমউদ্দিন চৌধুরির ছেলে। আহত মাছ ব্যবসায়ী মনোরঞ্জন গোমস্তাপুর উপজেলার দৌলভপুর গ্রামের বিশ্বনাথ হাওলাদারের ছেলে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত পিকআপভ্যান চালক মাসুদ রানা মাছ ব্যবসায়ীকে নিয়ে বগুড়ার মোকামতলাতে মাছ বিক্রি করে চাঁপাইনবাবগঞ্জে ফিরছিলেন। পথে ক্ষেতলাল উপজেলার শালবন এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহনের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়।
এ ঘটনায় পিকআপভ্যানে থাকা মাছ ব্যবসায়ী মনোরঞ্জন আহত হয়েছেন। স্থানীয়রা আহত ব্যবসায়ীকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন।
বাংলাটিভি/শহীদ