fbpx
আন্তর্জাতিকঅপরাধদুর্ঘটনা

ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ৭০ জন নিহত

ইয়েমেনের একটি কারাগারে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৭০ জন নিহত এবং ১৩৮ জন আহত হয়েছেন। এমএসএফ নামের একটি দাতব্য সংস্থা শুক্রবার এ তথ্য জানান।

সংবাদমাধ্যম আল–জাজিরা জানায়, সম্প্রতি সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলা বেড়েছে। হুতি বিদ্রোহী আন্দোলনের সঙ্গে যুক্ত সামরিক স্থাপনাকে লক্ষ্য করে তারা হামলা চালাচ্ছে।ইয়েমেনের হুতি সরকারের স্বাস্থ্যমন্ত্রীএএফপিকে বলেন, সাদা শহরের কারাগারে বিমান হামলায় ৭০ জন নিহত হন। তবে অনেকে গুরুতর আহত হওয়ায় নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে।ইয়েমেনের কারাগারে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিব এ হামলার তদন্ত চেয়েছেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button