fbpx
বাংলাদেশদুর্ঘটনা

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ট্রেন দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। সোমবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার আলীনগর হাজির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আজ সোমবার সকাল পৌনে ৯টার এই দুর্ঘটনা ঘটে  বলে বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন।

নিহতরা হলেন: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর মহল্লার মৃত গরীবুল্লাহর ছেলে ফুলচাঁন (৫৫), একই এলাকার রইস উদ্দিনের ছেলে সেহের আলী (৪৪) ও সদর উপজেলার কেন্দুল গ্রামের মানিক চাঁদের ছেলে নাইমুল ইসলাম (৩৫)। তারা সবাই মাছ ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মোজাফফর হোসেন জানান, সকালে মাছ বিক্রি করে করিমন যোগে বাড়ি ফেরার পথে হাজির মোড় এলাকায় রেল লাইনে করিমনটি আটকা পড়ে। এ সময় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেন ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনে কাটা পড়ে তিন জন মারা যান।

সংবাদ পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করেন। মরদেহগুলো জিআরপি পুলিশের হেফাজতে রয়েছে।

বাংলাটিভি/ রাপ্পি

সংশ্লিষ্ট খবর

Back to top button