fbpx
Uncategorizedঅন্যান্যবাংলাদেশ

জঙ্গি দমনে বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল : আইজিপি

বাংলাদেশ জঙ্গি দমনে বিশ্বের কাছে রোল মডেলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। সকালে রাজারবাগ পুলিশ লাইনে মাদক ও অস্ত্র উদ্ধারে অবদান রাখা পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে, তিনি এ কথা জানান।

এসময় অপকর্মের সাথে জড়িত কাউকে পুলিশ বাহিনীতে ঠাঁই দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন আইজি। সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে শিল্ড প্যারেড, মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন, আইজিপি ড.বেনজীর আহমেদ।

জঙ্গি ও সাম্প্রদায়িক অপশক্তি মোকাবেলায় পুলিশ বাহিনী সবসময় তৎপর রয়েছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ আজ জঙ্গি দমনে বিশ্বের সামনে রোল মডেল।

এসময়, কোনো পুলিশের সদস্যের কাজে জন্য যদি প্রতিষ্ঠানের কোন অসম্মান হয়, তাহলে পুলিশ বাহিনীতে তার কোনো জায়গা হবে না বলেও হুঁশিয়ারি দেন আইজিপি।

অনুষ্ঠানে, মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অবদান রাখা পুলিশের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

বাংলাটিভি/ রাপ্পি

সংশ্লিষ্ট খবর

Back to top button