বিএফডিসি প্রাঙ্গনে এখন উৎসবমুখর। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছে ঢাকাই সিনেমার তারকারা। নেচে গেয়ে সেই উৎসবের মাঝেই নির্বাচন প্রস্তুতি সেরে নিচ্ছেন ইলিয়াস কাঞ্চন-নিপুন এবং জায়েদ-মিশা পরিষদের সমর্থক ও কর্মীরা। তবে শিল্পীদের এই নির্বাচন নিয়ে নিজেদের মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগও রয়েছে। দু’পক্ষের উদ্দেশ্যই নির্বাচনে বিজয়ী হলে শিল্পী ও চলচ্চিত্রের জন্যে কাজ করা।
এফডিসিতে গেলেই এখন চোখে পড়ে সাজসাজ রব। চারিদিকে ঝুলছে ব্যানার-ফেস্টুন। সেই সঙ্গে শিল্পী ও কলাকুশলীদের আনাগোনাও বেড়ে গেছে অনেক। গেলো দু’বারের বিজয়ী মিশা-জায়েদ প্যানেলের সাথে এবার লড়ছেন ইলিয়াস কাঞ্চন-নিপুন প্যানেল। এবার দুই প্যানেলেই যোগ দিয়েছেন অনেক নতুন তারকা।
ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের সহসভাপতি চিত্রনায়ক রিয়াজ আহমেদ ও ডি এ তায়েব, সহ সাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক পদে অভিনেত্রী শাহনূর। আর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক নিরব হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক অভিনেতা আরমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক চিত্রনায়ক মামনুন হাসান ইমন।
কোষাধ্যক্ষ পদে প্রার্থী অভিনেতা আজাদ খান। সদস্য পদে অমিত হাসান, ফেরদৌস, শাকিল খান, নানাশাহ, আফজাল শরীফ, সাংকো পাঞ্জা, জেসমিন, কেয়া, গাঙ্গুয়া ও সীমান্ত।
অন্যদিকে, মিশা-জায়েদ প্যানেলে সহসভাপতি ডিপজল ও রুবেল, সহসাধারণ সম্পাদক সুব্রত, সাংগঠনিক সম্পাদক আলেকজান্ডার বো, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী। দপ্তর ও প্রচার সম্পাদক জেকে আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচন করবেন ফরহাদ।
আর, কার্যকরী পরিষদের সদস্য পদে প্রার্থী হচ্ছেন রোজিনা, অঞ্জনা, সুচরিতা, অরুণা বিশ্বাস, মৌসুমী, আসিফ ইকবাল, বাপ্পারাজ, আলীরাজ, নাদের খান ও হাসান জাহাঙ্গীর। বিজয়ী হলে গেলো দুইবারের বিজয়ী প্যানেল যা করতে পারেনি তাই করতে চায় কাঞ্চন-নিপুন প্যানেল। অন্যদিকে মিশা-জায়েদ নিজেদের সফল দাবি করে আবারও জয়ের আশা করছে।
বাংলাটিভি/জাবেদ