fbpx
বাংলাদেশঅন্যান্য

সংক্রমণ বাড়লেও স্বাস্থ্যবিধি মানায় উদাসীনতা, অহেতুক অজুহাত

করোনার সংক্রমণরোধে, বিধি-নিষেধ মানতে এখনো উদাসীনতা রয়েছে বেশিরভাগ মানুষের মাঝে। রাজধানীতে নিত্য চলাফেরায় মাস্ক পরা কিংবা দুরত্ব মানেন না অনেকেই।

এ নিয়ে রয়েছে একেক জনের একেক অজুহাত। এছাড়া, অফিসগুলো অর্ধেক জনবল নিয়ে কার্যক্রম চালানোর নির্দেশনা আসায়, তা বাস্তবায়নে প্রস্তুতি গ্রহণ করছে ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

অধিক সংক্রমণশীল ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে বর্তমানে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় জরুরি জনস্বাস্থ্য সুরক্ষায় জরুরি বিধিনিষেধ আরোপ করা হলেও, তা মানতে এখনো মানুষের মাঝে রয়েছে উদাসীনতা। বাইরে রাস্তাঘাটসহ সর্বত্র চলাফেরায় অনেকেই মাস্ক পরে থাকেন না। এ নিয়ে তাদের অজুহাতেরও যেন শেষ নেই।

যদিও রাজধানীর গণপরিবহনগুলোতে যাত্রী পরিবহনে স্বাস্থ্যবিধি মানায় ‍গুরুত্ব দেয়া হচ্ছে। তবে সচেতন যাত্রীরা বলছেন, করোনা থেকে বাঁচতে সবাইকে সুরক্ষা মেনে চলতে হবে নিজ দায়িত্বেই।

অন্যদিকে, দেশজুড়ে বাজারঘাটে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। মাস্ক পরে থাকা কিংবা দুরত্ব মেনে চলার তোয়াক্কাই করে না অনেকে। ভীড় ঠেলে চলছে কেনাকাটা।

সংক্রমণ কমাতে অফিসগুলো অর্ধেক জনবল দিয়ে পরিচালনার নির্দেশনা বাস্তবায়নে, উদ্যোগ নিচ্ছে ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়া কর্মস্থলে স্বাস্থ্যবিধি মানার উপর সবচেয়ে বেশি নজর দেয়া হচ্ছে।

বাংলাটিভি/ রাপ্পি

সংশ্লিষ্ট খবর

Back to top button