যুক্তরাষ্ট্রে ৮ লবিষ্ট ফার্ম নিয়োগ বিএনপি-জামায়াতের: পররাষ্ট্রমন্ত্রী
দেশ ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাতে বিএনপি ও জামায়াত যুক্তরাষ্ট্রে আটটি লবিস্ট ফার্ম নিয়োগ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সকালে জাতীয় সংসদ অধিবেশনে এ বিষয়ে তথ্য-প্রমাণ উপস্থাপন করে লবিস্ট নিয়োগে তারা কত টাকা ব্যয় করেছে সেই তথ্যও জানান আব্দুল মোমেন। এসময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান- র্যাবের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যবস্থা করতে সরকার এরইমধ্যে উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।
সকালে স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে বিএনপি ও জামায়াতের মার্কিন যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ-সংক্রান্ত তথ্য সংসদকে অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে র্যাব সদস্যদের না নিতে ১২টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি প্রদান বিএনপি-জামায়াতের অপ্রপ্রচারেরই অংশ বলে দাবি করেন মন্ত্রী। জানান, র্যাবের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে ধারাবাহিক আলোচনা চলছে।
সরকার বিদেশে কোন লবিস্ট নিয়োগ করেনি দাবি করে মন্ত্রী আরও জানান,দেশের ভাবমূর্তি বাড়াতে একটি পিআর ফার্মকে দায়িত্ব দেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ নিয়ে গেল রোববার জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছিলেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। এরই পরিপ্রেক্ষিতে আজ এ বক্তব্য দেন আব্দুল মোমেন।
বাংলাটিভি/শহীদ