
উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে পিএসজি। ঘরের মাঠে গ্যালাক্টিকোদের হারায় পারিসিয়ানরা। ম্যাচের শুরু থেকেই বলের দখলে এগিয়ে ছিল পিএসজি।
পঞ্চম মিনিটে এমবাপ্পের কল্যাণে বড় সুযোগ পায় দলটি। তবে তাঁর দেওয়া ক্রসে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি আনহেল ডি মারিয়া। অন্যদিকে ম্যাচে তেমন কোনো আক্রমণ দেখাতে পারেনি রিয়াল মাদ্রিদ। ফলে গোল শুন্যে শেষ হয় প্রথমার্ধ। ম্যাচের দ্বিতীয়ার্ধে ফিরে দু দলই আক্রমণের ধার বাড়াতে থাকে। ৬১ মিনিটে এমবাপ্পেকে ফাউল করেন রিয়ালের দানি কারভাহাল। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে পেনাল্টি নেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে তার সেই পেনাল্টি ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। ম্যাচের শেষ দিকে এমবাপ্পের একমাত্র গোলে প্রতিদ্বন্দি রিয়ালের বিপক্ষে জয় পায় পিএসজি। লিগের অন্য ম্যাচে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি।
বাংলাটিভি/ সাকিব