fbpx
খেলাধুলাফুটবল

সেইন্ট এতিনিকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি

KSRM

ঘরের মাঠে সেইন্ট এতিনিকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি। এতে লিগ টেবিলে ১৬ পয়েন্টে এগিয়ে গেছে মাওরিসিও পচেত্তিনোর দল। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ম্যাচের ১৬তম মিনিটে ডেনিস বোয়াঙ্গা এগিয়ে দেন সেইন্ট-এতিনিকে। তবে ৪২ ও ৪৭ মিনিটে এসে মেসি-এমবাপের নৈপুণ্যে এগিয়ে যায় পিএসজি। এর পাঁচ মিনিট পর এমবাপের ক্রস থেকে বল পেয়ে দারুণ হেডে ৩-১ করেন পেরেইরা। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডের বিপক্ষে ঘরের মাঠে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচে ৬৮ শতাংশ বল দখলে রেখে মোট ২২টি শট নেয় ইউনাইটেড, যার মধ্যে মাত্র ৩টি ছিল লক্ষ্যে। এ ড্রয়ে ২৭ ম্যাচে ১৩ জয় ও ৮ ড্রয়ে চতুর্থ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে ওয়াটফোর্ড।

সংশ্লিষ্ট খবর

Back to top button