fbpx
বাংলাদেশআওয়ামী লীগদেশবাংলানির্বাচনবিএনপিরাজনীতিসরকার

পরাজয়ের ভয়ে নির্বাচনে আসতে চায় না বিএনপি: তথ্যমন্ত্রী

KSRM

বিএনপি নির্বাচনকে ভয় পায় তাই তারা নির্বাচনেই আসতে চায় না, মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।দুপুরে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট পিআইবিতে নিউজ ব্রডকাষ্ট এ্যালায়েন্স বাংলাদেশ-এনবিএ, আয়োজিত শুদ্ধ বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় সংবাদ উপস্থাপকদের ভূমিকা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন ।

তিনি বলেন, যেহেতু বিএনপির শীর্ষ দুইজনই আসামী এবং  তারা নির্বাচনে আসতে পারবে না বলেই নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তুলছে। ডা. জাফরুল্লাহর দেয়া তালিকা থেকেই নির্বাচন কমিশন গঠিত হওয়ায়,বিএনপি তাকে অস্বীকার করছে বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।  অনুষ্ঠানে এনবিএর প্রেসিডেন্ট মুমতাহিনা রিতু ও সাধারণ সম্পাদক জাবেদ কারদারসহ অন্যরা বক্তব্য রাখেন। এ সময় শুদ্ধরূপে বাংলা ভাষা উচ্চারন ও ভাষা সংরক্ষনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। ‍

সংশ্লিষ্ট খবর

Back to top button