fbpx
খেলাধুলাআন্তর্জাতিকফুটবল

লা লিগায় লেভান্তেকে ৬-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ

KSRM

লা লিগায় লেভান্তেকে ৬-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। গতরাতে সান্তিয়াগো বার্নাব্যুতে লেভান্তের বিপক্ষে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।খেলার শুরু থেকেই লেভান্তেকে চেপে ধরে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ১৩ মিনিটে ফেরলঁদ মঁদির গোলে লিড নেয় রিয়াল। ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কারিম বেনজেমা। ৩৪ মিনিটে রদ্রিগো ও ৪৫ মিনিটে ভেনিনিউস জুনিয়রের গোলে ম্যাচ থেকে ছিটকে যায় লেভান্তে।বিরতির পর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে লেভান্তে।তবে ৬৮ ও ৮৩ মিনিটে রিয়ালের পক্ষে গোল করে নিজের হ্যাটট্রিক তুলে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ডভেনিনিউস।৬-০ গোলের ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button