fbpx
অনুষ্ঠানবাংলাদেশসরকার

নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত

আজ বুদ্ধ পূর্ণিমা। নানা আয়োজনে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব।

বৌদ্ধ ধর্মে প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্বলাভ ও মহা পরিনির্বাণ লাভের স্মৃতি বিজড়িত দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ এবং পুণ্যময়। বুদ্ধ পুর্ণিমা উপলক্ষ্যে দেশের বৌদ্ধ বিহারেগুলোতে চলছে ধর্মীয় নানা আয়োজন। শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বুদ্ধ পুর্ণিমার আনুষ্ঠানিকতা।

বিহারগুলোতে বুদ্ধপুজা, পঞ্চশীল, অষ্টশীল প্রার্থনা, বুদ্ধমুর্তি দান, অষ্ট পরিস্কার দানের পাশাপাশি আয়োজন করা হয়েছে ধর্ম দেশনার। করোনার জরাজীর্ণতা কাটিয়ে দুইবছর পর বড় পরিসরে বুদ্ধ পুর্ণিমার আয়োজন করতে পারায় সন্তুষ্ঠ পুন্যার্থীরা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button