fbpx
খেলাধুলাক্রিকেটবাংলাদেশ

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ২৯ রানে এগিয়ে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৩৯ রান তুলে চট্টগ্রাম টেস্টের ৪র্থ দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের চেয়ে ২৯ রানে পিছিয়ে শ্রীলঙ্কা।

টাইগারদের চেয়ে ৬৮ রানে পিছিয়ে থেকে শেষ বিকেলে ব্যাট করতে নামে লঙ্কানরা।সাকিব, নাঈম ঈ তাইজুলের স্পিন তোপে ১৭ ওভারেই ২ উইকেট হারায় শ্রীলঙ্কা, তাইজুলের দুর্দান্ত বলে আউট হন ওসাদা ফার্নান্দো। ও লাসিথ এমবুলদেনিয়া, এর সাথেই শেষ হয় দিনের খেলা। এর আগে, তৃতীয় দিনের ৩ উইকেটে ৩১৮ রান নিয়ে ব্যাটিং শুরু করেন মুশফিকুর রহিম ও লিটন দাস। প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিকুর রহিম। দু’জনের ১৬৫ রানের জুটি থামে লিটন দাস ৮৮ রান করে মনসংযোগ হারালে। আগের দিন ১৩৩ রান করে তামিম আউট হন প্রথম বলেই। আর ২৫ রানে আউট হন সাকিব।ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম ১০৫ রানে আউট হন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button