fbpx
আন্তর্জাতিকউন্নয়নএশিয়াবাংলাদেশসরকার

সোনার বাংলা বিনির্মাণে উন্নয়ন সহযোগী হিসেবে পাশে থাকবে ভারত: মোদি

বাংলাদেশ হলো ভারতের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী।বঙ্গবন্ধুর সোনারবাংলা বিনির্মানে বাংলাদেশের সহযোগী হিসেবে পাশে থাকবে ভারত বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি।

মোদি বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য দ্রুত বাড়ছে। আমরা আইটি, মহাকাশ এবং পারমাণবিক খাতে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। বিদ্যুৎ সঞ্চালন লাইন নিয়েও ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনা চলছে।

দিল্লির হায়দ্রাবাদ হাউজে বৈঠকে মিলিত হন দুই নেতা। এর আগে সেখানে পৌঁছালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান। তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়। সেখানে গার্ড অব অনার প্রদান করা হয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।  এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button