
সার ও খাদ্য শস্য বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা গ্রহনের হুঁশিয়ারী দিয়েছেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
সকালে, নওগাঁর জেলার মহাদেবপুরে প্রস্তাবিত রাইস সাইলো নির্মাণের মাটি ভরাট কাজ পরিদর্শন শেষে, এসব কথা বলেন তিনি। বাংলাদেশ ও বিশ্বব্যাংকের অর্থায়নে নওগাঁর মহাদেবপুরে ১৫ একর জমিতে নির্মাণ করা হচ্ছে প্রায় ৪৮ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার এই অত্যাধুনিক সাইলো।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, সার,ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির সাথে কেউ অনিয়ম-দুর্নীতি করলে কোন ছাড় দেয়া হবে না। প্রয়োজনে জেল-জরিমানা,ডিলারশিপ বাতিলসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বাংলা টিভি/ মাসুদ