fbpx
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে করোনায় একদিনে আরও ৪ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সারা দেশে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ৩৫১ জনে।শনিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩৫০ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ২১ হাজার ১১৮ জনে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৮৮১টি ল্যাবে ২ হাজার ৬৬৮টি নমুনা সংগ্রহ এবং ২ হাজার ৬৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ১২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।একদিনে করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন ৩৫০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬২ হাজার ৫১৪ জন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button