fbpx
রাজনীতি

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে যশোরে সাজ সজ রব

যশোরে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীকালের জনসভাকে ঘিরে উচ্ছসিত নেতা-কর্মীরা। সম্প্রতি অনুষ্ঠিত বিএনপির যেকোনো গণ-সমাবেশের চেয়ে বড় জমায়েত করতে চায় দলটি। কয়েক লাখ মানুষের জমায়েতের লক্ষ্য নিয়ে, প্রচার-প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা। অন্যদিকে, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নতুন আশা জেগেছে সাধারণ মানুষের মাঝে।

কাল ২৪ নভেম্বর যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহামারি করোনার পর,প্রথম কোন জনসভায় ভাষন দেবেন তিনি। তাই উচ্ছ্বসিত আওয়ামী লীগ নেতাকর্মীরা।চলছে প্রস্তুতি সভা, প্রচার মিছিল, পোস্টারিং আর মাইকিং। তোরণ নির্মাণে কড়াকড়ি থাকলেও, নেত্রীকে বরণে পিছিয়ে থাকতে চায়না কেউ।

স্বল্প পরিসরে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে সাজানো হয়েছে, ব্যানার ফেসটুন আর তোরণ দিয়ে। জনসভা স্থলে তৈরী করা হচ্ছে, বিশাল নৌকা আকৃতির মঞ্চ। যেখানে, বেলা ৩টায় ভাষণ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দীর্ঘদিন পর দলীয় প্রধানকে এক নজর দেখতে অপেক্ষায় রয়েছেন তারা।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে, যশোরের সাধারণ মানুষের মধ্যে জেগেছে নতুন আশার আলো। যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল স্থাপনসহ, বেশকিছু দাবি নিয়ে রাজপথে সরব রয়েছে কিছু সংগঠন। এসব দাবির বিষয়ে,প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে, ইতোমধ্যে মানববন্ধন ও সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন তারা ।

জনসভা সফল করতে, সকল ভেদাভেদ ভুলে একযোগে কাজ করছেন নেতাকর্মীরা। জনসভায় প্রায় দশ লক্ষ লোক জমায়েতের প্রস্তুতি নিয়েছে,স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

সবশেষ পাঁচ বছর আগে, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর যশোর ঈদগাহ মাঠে, নির্বাচনী জনসভায় ভাষণ দিয়েছিলেন, শেখ হাসিনা।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button