fbpx
আওয়ামী লীগরাজনীতি

নেতিবাচক রাজনীতির জন্য বিএনপির পতন অনিবার্য: ওবায়দুল কাদের

নেতিবাচক রাজনীতির জন্য বিএনপির পতন অনিবার্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে ঢাকা থেকে ভার্চুয়ালী নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,তারেক রহমানকে বিএনপি নেতা হিসেবে মেনে নিলেও,দেশের জনগণ কখনো তাকে নেতা মানবে না। সরকার হটানোর চক্রান্ত আবারও শুরু হয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন,এই চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এ সময় চক্রান্ত ও ষড়যন্ত্র প্রতিরোধে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি ।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button