fbpx
প্রধানমন্ত্রী

নৌকার ওপরেই আস্থা রাখুন : যশোর জনসভায় শেখ হাসিনা

আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশের সকল খাতে উন্নয়ন হয়েছে- উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ নৌকায় আস্থা রাখলে আগামীতে আরও উন্নয়ন হবে। বিকেলে যশোরে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় দেয়া ভাষণে এসব কথা বলেন তিনি। এসময় দেশের রিজার্ভ ও ব্যাংকের টাকা সুরক্ষিত রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

করোনা পরিস্থিতিতে দীর্ঘ বিরতির পর, রাজধানীর বাইরে কোন রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যশোর সফর। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সকাল থেকেই যশোরের শামস-উল হুদা স্টেডিয়ামে জড়ো হতে থাকেন লাখো মানুষ। দলের নেতাকর্মীদের সমাগমে দুপুরে জনসমুদ্রে পরিণত হয় সমাবেশস্থল।

এসময় বক্তৃতাকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, দেশবিরোধী অপশক্তিকে বিজয়ের মাসে প্রতিহত করা হবে। এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তারা। জনসভায় প্রধান অতিথির বন্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় বলেই বাংলাদেশের উন্নয়ন হয়েছে।

সরকারপ্রধান বলেন, দেশের অর্থনীতি এখন যথেষ্ঠ শক্তিশালী। দেশবিরোধী অপশক্তিরা রিজার্ভ ও ব্যাংকের টাকা নিয়ে মিথ্যাচার করেছে উল্লেখ করে, তাদের গুজবে কান দিতে দেশবাসীর প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের রিজার্ভ এবং ব্যাংকে টাকা নিরাপদেই আছে।এসময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, আবারো নৌকার উপর আস্থায় রাখার আহবান জানান শেখ হাসিনা।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button