সিরিজের শেষ টি-টোয়েন্টি টাইগারদের ব্যর্থতায় ৭ উইকেটে জয় পেয়েছে আয়ারল্যান্ড। চট্টগ্রামে ম্যাচের টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে সাকিব আল হাসানের দল।
টাইগারদের হয়ে দলে একাই লড়েছেন শামীম হোসেন পাটোয়ারী। তার লড়াকু হাফসেঞ্চুরিতে ভর করে আইরিশদের বিপক্ষে সম্মানজনক পুঁজি পায় বাংলাদেশ। ইনিংসে ৪ বল বাকি থাকতে দলীয় ১২৪ রানে অলআউট হয় টাইগাররা।
জবাবে, ১২৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে, ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আইরিশরা। ৭৭ রানের বড় ইনিংস খেলেন অধিনায়ক পল স্টার্লিং।
শেষ ম্যাচে হারলেও আগের দুটি ম্যাচের জয়ের ফলে, সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
বুলবুল / বাংলা টিভি