fbpx
বাংলাদেশদুর্ঘটনা

দিনাজপুরে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরের সদর উপজেলায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৬ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার চুনিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাবুল (৩২) ও শাহীন (৩৫)। তাদের বাড়ি শহরের রামনগর এলাকায়।

কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসটি ফুলবাড়ি থেকে দিনাজপুর শহরের দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে সদরের চুনিয়াপাড়া এলাকায় বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে ওই বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button