fbpx
বাংলাদেশআবহাওয়াজনদুর্ভোগ

বান্দরবানে বহু বাড়িঘর প্লাবিত

টানা ভারিবর্ষণ ও উজানের ঢলে চরম বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের পার্বত্য জনপদ। এছাড়া বিভিন্নস্থানে পাহাড়ধসে যোগযোগ ব্যবস্থাও ভেঙ্গে পড়েছে। দূর্গত এলাকায় বিপর্যয় মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

বান্দরবানে এরইমধ্যে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বহু বাড়িঘর ভেসে গেছে। বানের তোড়ে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দদেরকে সরিয়ে নেয়া হয়েছে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে।

জরুরি ভিত্তিতে দুর্গম এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ সরবরাহ করা হচ্ছে।

বান্দরবান থেকে নেমে আসা সাংগু ও ডলু নদীর ঢল এবং কয়েকদিনের টানা বৃষ্টিপাতে চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগাড়ায় বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার বিভিন্ন আঞ্চলিক সড়ক ডুবে গিয়ে যোগাযোগ বন্ধ হয়েছে। ডুবে গেছে একতলা বাড়িও। এছাড়া বিদ্যুৎ সংযোগ না থাকা এবং নেটওয়ার্ক সমস্যা তৈরি হওয়ায় এলাকার লোকজন মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। বন্যায় কোনো কোনো এলাকার বাড়িঘর ডুবে যাওয়ার পর তারা নিরাপদ আশ্রয়ে যেতে পারেননি।

সড়কে পানি ওঠায় রোববার সকাল থেকে বান্দরবান থেকে ঢাকা, চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার, খাগড়াছড়ির পথে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া জেলা শহর থেকে রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button