fbpx
হেলথ টিপসজনদুর্ভোগসরকারস্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১৪; হাসপাতালে ভর্তি ২,৪৩২

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৪৩২ জন।

আজ শনিবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলেছে, নতুন মৃতদের মধ্যে ১১ জনই ঢাকার। আর বাকি ৩ জন ঢাকার বাইরের। এতে আরও বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪০ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪৯২ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলো থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২৭ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ১ হাজার ৩৩৬ জন।
বর্তমানে দেশে সর্বমোট ৯ হাজার ৮৩০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৪২৩ জন এবং ঢাকার বাইরে ৫ হাজার ৪০৭ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৮২ হাজার ৫০৬ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৪১ হাজার ৭০৪ জন এবং ঢাকার বাইরে ৪০ হাজার ৮০২ জন রয়েছে। একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৭২ হাজার ২২৯ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button