fbpx
বাংলাদেশস্বাস্থ্য

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৮

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ১৬৮ জন ।

আজ মঙ্গলবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৪২ জন এবং ঢাকার বাইরের এক হাজার ৩২৬ জন। অপরদিকে ২৪ ঘণ্টায় ৮ জন মৃতদের মধ্যে ৩ জন ঢাকার এবং ৫ জন ঢাকার বাইরের বাসিন্দা।

প্রতিবেদনে বলা হয়েছে,এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৩৫৯ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ আগস্ট পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪ হাজার ৩৫৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫০ হাজার ১৭০ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৫৪ হাজার ১৮৯ জন। এছাড়া এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছে ৯‌৬ হাজার ৩৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৬ হাজার ২৩৪ জন এবং ঢাকার বাইরের ৪৯ হাজার ৮০৩ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button