fbpx
বাংলাদেশদুর্ঘটনা

রাজধানীর আগারগাঁওয়ে পুড়ল স্টাফ বাস

রাজধানীর আগারগাঁওয়ে পলমল গ্রুপের একটি যাত্রীবাহী স্টাফ বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) সক সাড়ে সাতটার দিকে আগারগাঁও মোড়ে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালিদ বিন রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বাস চালক বলেন, সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে আগারগাঁও সিগন্যালে দাঁড়িয়ে ছিল। হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন ধরে যায়। তবে, সে সময় বাসের ভেতর চালক আর তার সহকারী ছাড়া আর কেউ ছিলেন না। সেজন্য, হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কিন্তু, বাসের ক্ষতি হয়েছে।

বাসটি এখন পুলিশের হেফাজতে আছে জানায় কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান । তিনি বলেন, চালকের কোনো অভিযোগ নেই। হয়তো মামলাও হবে না। বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button