
বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। শিশু থেকে বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না।হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ।
ডেঙ্গু থেকে কিছুতেই মিলছে না মুক্তি। চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, ১ লাখ ৩৫ হাজার ৯১৬ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৬ হাজার ১২৭ জন।
প্রায় ২০ দিন ধরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মুগদা মেডিকেলে ভর্তি জান্নাতুল ফেরদৌস। তাকে নিয়ে রাজধানীর ডেমরা থেকে এসেছেন তার মা পারভীন। তিনি জানান,ক’দিন আগেও এই বেডে তার বড় মেয়ে ডেঙ্গু চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।এখন একই বেডে চিকিৎসা নিচ্ছেন ছোট মেয়ে জান্নাতুল। অপেক্ষার প্রহর গুনছেন কখন সুস্থ হবে সন্তান।
মুগদা মেডিকলে কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ নিয়াতুজ্জামান শিশুদের জ্বর হওয়ার সঙ্গে সঙ্গেই হাসপাতালে ভর্তির পরামর্শ দেন । এবং ডেঙ্গু মোকাবেলায় সবাইকে সচেতনতার হওয়ার পরামর্শ তাদের।
সিটি কর্পোরেশন বলছে, চলমান ডেঙ্গু পরিস্থিতিতে জনসচেতনতার বিকল্প নেই। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যতই কাজ করুক যদি প্রতিটি পরিবার সচেতন না হয় তাহলে মৃত্যু কমানো কঠিন।
/রায়হান খান আকাশ