
দেশের উত্তরাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতির আরো উন্নতি হয়েছে। প্লাবিত হওয়া চর ও নিম্নাঞ্চলের ঘর-বাড়ি থেকে বন্যার পানি নেমে গেছে। তবে,পানিবন্দি মানুষের দুর্ভোগ কমেনি। এছাড়া, রোপা আমন ও সবজি’সহ বিভিন্ন ফসল, পানিতে ডুবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কুড়িগ্রামে টানা তৃতীয়দফা বন্যায় রাস্তাঘাট ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষকদের অভিযোগ, তাদের ফসল টানা দুই তিনবার নষ্ট হলেও, স্থানীয় কৃষি বিভাগ কোন সহযোগিতা করেনি। এছাড়া রাস্তাঘাট ব্যাপকভাবে ভেঙ্গে যাওয়ায়, সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
জামালপুরের দেওয়ানগঞ্জে বন্যার পানি কমতে শুরু করলেও দুর্ভোগে রয়েছেন, বানভাসি মানুষ। ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। তারপরও সাহায্য সহযোগীতা না চেয়ে, বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি করেছেন তারা। এদিকে, বন্যা দুর্গতদের সবধরণের সহযোগীতা করা হচ্ছে বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সিরাজগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির আরো উন্নতি হয়েছে। যমুনা নদীর পানি গত ২৪ ঘন্টায় আরো ২১ সেন্টিমিটার কমে, শহররক্ষা বাঁধের হার্ডপয়েন্ট এলাকায় বিপৎসীমার নিচ দিয়ে বইছে। তবে,এসব এলাকায় জমির রোপা আমন ও সবজি’সহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
/রায়হান খান আকাশ