fbpx
অনুষ্ঠানআওয়ামী লীগবাংলাদেশরাজনীতিসরকার

নির্বাচন ঘিরে সাম্প্রদায়িক অপশক্তি নাশকতা ঘটাতে পারে: ওবায়দুল কাদের

নির্বাচন সামনে রেখে সাম্প্রদায়িক অপশক্তি বিভিন্ন নাশকতা মূলক ঘটনা ঘটাতে পারে। সে জন্য সবাইকে সজাক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুভ জন্মাষ্টমী উপলক্ষে বিকেলে রাজধানীর পলাশীর মোড়ে আয়োজিত অনুষ্ঠান ও জন্মাষ্টমীর কেন্দ্রীয় মিছিলের উদ্বোধনীতে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সব সময় অসাম্প্রদায়িকতার রাজনীতিতে বিশ্বাস করে। তবে এ দেশে আবারো সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে। তাদের হাত থেকে দেশের সংখ্যালঘুদের রক্ষা করতে হবে।

এ সময় ড.ইউনূসকে নিয়ে বিএনপি আবার ওয়ান-ইলেভেনের মতো দেশকে অস্থিতিশীল করতে চায় বলে অভিযোগ করে তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button