fbpx
বাংলাদেশঅপরাধ

নতুন জঙ্গি সংগঠনের ৩ সদস্য গ্রেফতার

নতুন একটি জঙ্গি সংগঠনের সন্ধান পেয়েছে এন্টি টেররিজম ইউনিট। তাওহীদুল উলূহিয়্যাহ নামে, জঙ্গিরা পুরোনো উগ্রবাদী সংগঠনের আড়ালে থেকে নতুন নাম নিয়ে সংগঠিত হচ্ছিল।

সকালে বারিধারায় ডিআইজি অপারেশন্স মোহা. আলীম মাহমুদ এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান‌। এসময় তিনি বলেন, এটিইউ দেশের দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে নতুন এই জঙ্গি সংগঠনের তিনজন শীর্ষ সদস্যকে গ্রেপ্তার করেছে। নতুন এ জঙ্গি সংগঠনের কার্যক্রম চলছিলো গেল দুই মাস ধরে। ইতিমধ্যে তারা নতুন উগ্রবাদী সংগঠন ও সাহেবে-কিরান বারাহ নামে সিক্রেট অনলাইন গ্রুপ ব্যবহার করে অসংখ্য সদস্য সংগ্রহ করেছে। তাদের কেউ কেউ নিষিদ্ধ ঘোষিত ‘আনসার আল ইসলাম’ বা ‘আনসার-উল্লাহ বাংলা টিমের’ অনুসারী হলেও নতুন সংগঠন গঠন করে নিজস্ব পরিকল্পনায় নিজেদের মত করে দেশব্যাপী সশস্ত্র হামলা পরিচালনার পরিকল্পনা করে আসছিল। তাদের নাশকতার পরিকল্পনা ছিল।

সংশ্লিষ্ট খবর

Back to top button