অপহরণকারী চক্র গ্রেপ্তার করায় শ্রেষ্ঠ পুরস্কার পেলেন এস আই ‘পার্থ মল্লিক’

সাহসিকতার সাথে অপহরণকারী চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ও ভিকটিমসহ মুক্তিপনের টাকা উদ্ধার করায় ডিএমপি পল্লবী থানার শ্রেষ্ঠ এসআই পুরস্কার পেলেন ‘পার্থ মল্লিক’।
প্রতিমাসে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশ সদস্যরা সম্মাননা পেয়ে থাকে। এরই ধারাবাহিকতায় রবিবার (১৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ২০২৩ সালের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় অপহরণকারী চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ও ১ জন ভিকটিম উদ্ধার করায় শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কার পেয়েছেন পল্লবী থানার উপ-পুলিশ পরিদর্শক এস আই পার্থ মল্লিক।
জানা যায়, দক্ষতা, সততা ও সাহসিকতার জন্য মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার মোঃ জসিম উদ্দিন মোল্লা ও পল্লবী থানার ওসি মাহফুজুর রহমান এস আই পার্থ মল্লিক এর হাতে সার্টিফিকেট, ক্রেস্ট, ও নগদ অর্থ হাতে তুলে দেন। এ সময় পুলিশের অন্যান্য কর্মকতারা উপস্থিত ছিলেন।
পুরস্কারের বিষয়ে পার্থ বলেন, ‘ডিপার্টমেন্ট আমার কাজকে সম্মান করেছে। এটাই আমার কাছে অনেক পাওয়া। এ পুরস্কার আমাকে আরো দায়িত্বশীল করে তুলবে। আর আমি সততা আর সাহসিকতার সাথে কাজ করায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছি এটাই আমার কাছে অনেক বড় সম্মানের। এজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ।