এশিয়ান গেমস: পাকিস্তানকে উড়িয়ে পদক জিতল ট্রাইগ্রেসরা

পাকিস্তানকে উড়িয়ে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। ১০ বল হাতে রেখে ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয় নারী টাইগাররা। এর আগে স্বর্না আক্তার ও সানজিদা আক্তার মেঘলার দারুণ বোলিংয়ে পাকিস্তান ৬৪ রানেই আটকে যায়। ভারতের বিপক্ষে সেমিফাইনালে হেরে এশিয়ান গেমসে সোনার আশা বাদ দিতে হয়। সে হতাশায় না ডুবে চাঙ্গা হয়েই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামেন নিগার সুলতানারা। হাংজুতে বোলিং ঝলকে তা প্রমাণিতও হয়েছে। নারীদের হাত ধরেই এবারের এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক এলো।
আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) চীনের হাংজুতে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে নিগার সুলতানার দল। এই জয়ের ফলে পদক নিয়েই ঘরে ফিরতে পারছে বাংলাদেশ নারী দল।
এদিন আগে ব্যাট করতে নামা পাকিস্তানের মেয়েদের মাত্র ৬৪ রানে আটকে দেয় বাংলাদেশ। যা তাড়া করতে নেমে ১৮.২ ওভারেই জয়ের দেখা পেয়ে যায় বাংলাদেশ।
জয়ের রাস্তাটা বল হাতেই সহজ করে ফেলে বাংলাদেশ। যার মূল কারিগর স্বর্ণা আক্তার। যিনি মাত্র ১৬ রান খরচায় নেন তিনটি উইকেট। বাকিরাও করেছেন দুর্দান্ত। সানজিদা আক্তার মেঘলা মাত্র ১১ রান খরচায় নেন দুটি উইকেট। এ ছাড়া সমান একটি করে নেন রাবেয়া খান, নাহিদা আক্তার ও মারুফা আক্তার।
মাত্র ৬৪ রান তাড়া করতে নেমে ভালো শুরুর আভাস দেন শামিমা সুলতানা ও সাথি রানি। তবে এই জুটি ভাঙে দলীয় ২৭ রানে শামীমার বিদায়ে। সাদিয়া ইকবালের বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন বাংলাদেশি ওপেনার। একই রানে গিয়ে থামলেন আরেক ওপেনার সাথি।
ওয়ান ডাউনে নামা সোবহানা মোস্তারি ও অধিনায়ক নিগার পারলেন না থিতু হতে। দুজনে বিদায় নেন দ্রুত। ছোট লক্ষ্য হওয়ায় স্বর্ণা আক্তার ও রিতু মনি মিলে সহজেই বাকি কাজ সারেন। দলের হয়ে সর্বোচ্চ ১৭ রান আসে স্বর্ণার ব্যাট থেকেই।
এবারের এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক এটিই। বাংলাদেশ দল সরাসরি খেলেছে কোয়ার্টার ফাইনালে। এরপর হংকংয়ের সঙ্গে সেই ম্যাচ পরিত্যাক্ত হওয়ায় বাছাইয়ে এগিয়ে সেমিতে যায় বাংলাদেশ। যেখানে ভারতের কাছে হেরে সোনা ও রোপ্য পদক জেতার সুযোগ হাতছাড়া করে লাল-সবুজের দল।