আওয়ামী লীগের শান্তি সমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা
শনিবার (২৮ অক্টোবর)আওয়ামী লীগের শান্তি সমাবেশস্থলে দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা দলে দলে মিছিলি নিয়ে জড়ো হচ্ছেন।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশের প্রথম পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে। কণ্ঠশিল্পীদের গান উপভোগ করছেন সমাবেশে যোগ দেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।
অন্য দিকে,আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দেখা যায়, সেখানে বেশ কিছু নেতাকর্মী রয়েছেন। একাধিক সিনিয়র নেতা সেখানে অবস্থান করছেন। সেখানে থেকে প্রস্তুতি নিয়ে ছোট ছোট মিছিল আসছে সমাবেশস্থলে।
সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কালাম হোসেনসহ মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা।