fbpx
বাংলাদেশজনদুর্ভোগদুর্ঘটনা

রাজধানীতে দুটি বাসে আগুন

রাজধানীর বাংলা মোটরে ও মিরপুর বাংলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস চৈতালিতে যাত্রীবাহী একটি বাসে আগুন লেগেছে।

আজ রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন লাগে। এর আগে বেলা ৩টা ৪২ মিনিটে মিরপুর বাংলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস চৈতালিতে আগুন লাগে। দুটি বাসেরই আগুন নির্বাপন হয়েছে। যদিও কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানে না ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত মিডিয়া সেল কর্মকর্তা শাহজাহান শিকদার এসব তথ্য জানান। তিনি বলেন, বাংলা মোটর মোড়ে বাসে আগুনের আগুনের তথ্য পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নির্বাপণ আনে।

আগুন লাগার কারণ জানতে চাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, আগুন কীভাবে লেগেছে সে বিষয়ে তাদের কাছে এখনও কোনো তথ্য নেই।

সংশ্লিষ্ট খবর

Back to top button