fbpx
বাংলাদেশসরকার

রবি ও সোমবার ফের ৪৮ ঘণ্টার কর্মসূচির ঘোষণা বিএনপির

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ফের ৪৮ ঘণ্টার রবিবার ও সোমবার (১২ ও ১৩ নভেম্বর) অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।

আজ বৃহস্পতিবার (৯ নেভম্বর) বিকেলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেবেন বলে দলীয় একটি সূত্র জানিয়েছে।

বিএনপির একটি সূত্র বলছে, প্রথমে ৪৮ ঘণ্টার হরতালের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পরে এ সিদ্ধান্ত বদল করে টানা ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচির কথা চিন্তা করছে বিএনপিসহ সমমনা দলগুলো।

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও খালেদা জিয়াসহ কারাবন্দিদের মুক্তির দাবিতে বিএনপিসহ সমমনা বিরোধীদের ডাকা তৃতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হচ্ছে শুক্রবার সকাল ৬টায়।

বিএনপি ও তার যুগপৎ আন্দোলনের শরিকদের সূত্রে জানা গেছে, শুক্রবার ও শনিবার দুদিন কোনো কর্মসূচি থাকবে না। এরপর ১২ ও ১৩ তারিখ অবরোধ কর্মসূচি আসার কথা রয়েছে। তবে শুক্রবার বাদ জুমা দোয়ার আয়োজন করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button