fbpx
বাংলাদেশঅপরাধআইন-বিচারজনদুর্ভোগসরকার

সারাদেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৫ প্লাটুনসহ সারাদেশে ১৮৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।

বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফার অবরোধের শেষ দিন আজ । গতরাতেও তেজগাঁও, নতুনবাজার, সাভারসহ ঢাকা মহানগরী ও এর আশপাশের একাধিক এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। যার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য বাহিনীর পাশাপাশি বিজিবিও কাজ করে যাচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button