fbpx
রাজধানীঅন্যান্যআওয়ামী লীগবাংলাদেশরাজনীতি

দল থেকে মনোনয়ন দেয়া হলেও সমন্বয় হবে জোটের সঙ্গে : তথ্যমন্ত্রী

দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হলেও  ১৪ দলীয় জোটের সঙ্গে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

সোমবার সকালে  সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সিনেমা হল মালিকদের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন।

৩০০ আসনে মনোনয়ন দিয়ে জোটবদ্ধভাবে নির্বাচন করা হয়েছিল ২০০৮ সালে। এরপরে মহাজোটের মধ্যে সমন্বয় হয়।  গতবছরও প্রায় সব আসনে মনোনয়ন দিয়ে  জোটের সঙ্গে সমন্বয় হয় । দল থেকে এবছর ২৯৮ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। শুরু থেকেই আমরা জোটবদ্ধ নির্বাচন করার কথা বলেছি । সেটি আমাদের দলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল। মনোনয়ন দিলেও জোটের সঙ্গে সমন্বয় করা হবে বলেন হাছান মাহমুদ।

তিনি আরও বলেন, কোন জায়গায় কীভাবে করা হবে সেটি যেহেতু ঠিক করা হয়নি, সেজন্য সব আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। পরে জোটের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা ১৪ দলীয় জোটগতভাবে নির্বাচন করবো। এছাড়া অন্যান্যদের সঙ্গে যদি সমন্বয় করতে হয় তাও করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান। তিনি দুই বছর ধরে তদন্ত ও যাচাইবাছাই শেষে জনপ্রিয়তা বিবেচনা  ও দলের প্রয়োজনীয়তা মনোনয়ন দেয়া হয়েছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button