সময়সীমা অতিক্রম করে তফসিল পরিবর্তন সমর্থন করবো না: কাদের
সময়সীমা অতিক্রম করে তফসিল পরিবর্তন সমর্থন করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সময়সীমাকে অতিক্রম করবে এমন কোনো পরিবর্তন আমরা সমর্থন করবো না। বুধবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
হরতাল-অবরোধের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, এটা কি আন্দোলন? এটাতো নির্বাচনকে বাধাগ্রস্ত করা। নির্বাচনকে যারা বাধাগ্রস্ত যারা করছে, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসার কথা। এসব যে চলছে, এ ব্যাপারে কারও কোনো কথা নেই। কথিত সভ্য গণতান্ত্রিক দেশ অনেক বিষয়ে কথা বলে, কিন্তু এখানে তারা নীরব কেন?
আজকের বিশ্বে এখানকার খবর সারা দুনিয়ায় ছড়িয়ে যেতে কতক্ষণ লাগে? এখানকার কোনো খবর লাতিন আমেরিকার কোনো দেশ বা দক্ষিণ আফ্রিকার কোনো দেশে পৌঁছাতে কি দেরি হচ্ছে? ওয়াশিংটনে পৌঁছাতে দেরি হচ্ছে? এসব নিয়ে তো কোনো কথা আমরা শুনছি না।
ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, আমরা শুনেছিলাম নির্বাচন বাধাগ্রস্ত হবে এমন কোলো কর্মকাণ্ড হলে, সেটা আন্তর্জাতিকভাবে নির্বাচনবিরোধী কর্মকাণ্ড বলে বিবেচিত হওয়ার কথা। এখন তো সবাই নীরব। এখন কেউ কিছু বলে না। ইউরোপও কিছু বলে না, আমেরিকাও কিছু বলে না। তারা এখন নীরব কেন?