fbpx
রাজনীতিজাতীয় নির্বাচন

বিএনপি থেকে পদত্যাগ করে নৌকার প্রার্থী শাহজাহান ওমর

বিএনপি থেকে পদত্যাগ করে নৌকার প্রার্থী হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর। বাস পোড়ানোর মামলায় গতকাল জামিনে মুক্তি পাওয়ার পরদিন আজ ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন শাহজাহান ওমর অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম। শাজাহান ওমরকে ঝালকাঠি-১ আসনে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

শাহজাহান ওমর বলেন, ‘গত ১৭ বছর ধরে এলাকার কোনো কাজ করতে পারিনি। এলাকাবাসীর কাছে অনেক দায়বদ্ধতা আছে, সেই জায়গা থেকেই নির্বাচনে যাওয়া। আমি নির্বাচনে যাচ্ছি, আওয়ামী লীগ যখন নৌকায় মনোনয়নের প্রস্তাব করছে, সেখানে আর প্রশ্ন কী? আমি স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করছি।’

সংশ্লিষ্ট খবর

Back to top button