রাজধানী ঢাকাসহ সারােদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সকাল ৯টা ৩৬ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬ । এর উৎপত্তিস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। নোয়াখালী জেলায় ভূকম্পন বেশি অনুভূত হয়েছে বলেও জানায় তারা।এদিকে, ফরিদপুর, চাঁদপুর, রাজশাহী, জামালপুর ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ৮ কিলোমিটার দক্ষিণ-উত্তরদক্ষিণে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।
এছাড়া, গুগল ভূমিকম্প সিস্টেমে দেখায়, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২।
রাজ/