পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার জন্য সরকার কোনভাবে দায় এড়াতে পারে না। এই অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। তার মতে, সরকারের একটি মহল দীর্ঘদিন ধরে চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন বাধাগ্রস্ত করছে।
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৬ বছর পূর্তি উপলক্ষে, রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় অন্যান্য বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বিভক্তি-বিভাজনের রাজনীতি, চলছে অবৈধ অস্ত্রের অবাধ ব্যবহার। শান্তিচূক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য সরকারের পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশনের কো-চেয়ারপার্সন সুতলানা কামাল বলেন, চুক্তির অঙ্গিকার ভঙ্গ করেছে সরকার। চুক্তির বিষয়ে সরকার এবং তার দল উচ্ছসিত হতে পারলেও আমরা উচ্ছসিত হতে পারছি না। বরং আমারা প্রতারিত হয়েছি, ঠকেছি। একটা চুক্তি করেছে রাষ্ট্র, যিনি আজকের প্রধানমন্ত্রী তিনি সেদিন প্রধানমন্ত্রী হিসেবে চুক্তিটি করেছিলেন। তা বাম্তবায়ন করতে পারেন না কেন?
আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক সংসদীয় ককাসের সমন্বয়কারী অধ্যাপক ড. মেসবাহ কামাল বলেন, রাষ্ট্র পার্বত্য চট্টগ্রামে বিভক্তি-বিভাজনের রাজনীতি করছে। চুক্তি অনুযায়ী ভূমি সমস্য সমাধানসহ সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহবান জানাচ্ছি।
বাংলা টিভি/এএইচএমএফ