fbpx
রাজধানীক্রিকেটখেলাধুলা

সম্ভাবনা জাগিয়ে দ্বিতীয় টেস্টে হার বাংলাদেশের

সম্ভাবনা জাগিয়েও দ্বিতীয় টেস্টে পরাজয় এড়াতে পারল না বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টাইগার ভক্তরা আরও একবার দেখল তীরে এসে তরি ডোবানোর মত ম্যাচ। ঢাকা টেস্টের চতুর্থ দিনে ৪  উইকেটে হেরে সিরিজ শেষ করল টিম টাইগাররা। প্রথম ইনিংসে বাংলাদেশের ১৭২ রানের পর ১৮০ রান করে কিউইরা । দ্বিতীয় ইনিংসে অল আউট হয়ে যায় ১৪৪ রানে। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে কিউইরা।তবে গ্লেন ফ্লিপস ও স্যন্টারের ৭০ রানের জুটিতে ভর করে জয় নিয়েই মাঠে ছাড়ে নিউজিল্যান্ড । ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন গ্লেন ফ্লিপস আর সিরিজ সেরা হয়েছেন তাইজুল ইসলাম।

সংশ্লিষ্ট খবর

Back to top button