সম্ভাবনা জাগিয়েও দ্বিতীয় টেস্টে পরাজয় এড়াতে পারল না বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টাইগার ভক্তরা আরও একবার দেখল তীরে এসে তরি ডোবানোর মত ম্যাচ। ঢাকা টেস্টের চতুর্থ দিনে ৪ উইকেটে হেরে সিরিজ শেষ করল টিম টাইগাররা। প্রথম ইনিংসে বাংলাদেশের ১৭২ রানের পর ১৮০ রান করে কিউইরা । দ্বিতীয় ইনিংসে অল আউট হয়ে যায় ১৪৪ রানে। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে কিউইরা।তবে গ্লেন ফ্লিপস ও স্যন্টারের ৭০ রানের জুটিতে ভর করে জয় নিয়েই মাঠে ছাড়ে নিউজিল্যান্ড । ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন গ্লেন ফ্লিপস আর সিরিজ সেরা হয়েছেন তাইজুল ইসলাম।