fbpx
বাংলাদেশআওয়ামী লীগপ্রধানমন্ত্রীসরকার

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে, বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে শোক বইয়ে সাক্ষর করেন তারা। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে ঢল নামে সর্বসাধারণের। শহিদ বেদিতে ফুল দিয়ে দলমত নির্বিশেষে সকল অপশক্তি থেকে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় জানান তারা। ভোরের আলো ফোটার সাথে সাথে সাভার জাতীয় স্মৃতিসৌধে লাখো বীর সেনানীর প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো:সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা । প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। বাংলাদেশ সেনা,নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল, এ উপলক্ষে রাষ্ট্রীয় সালাম জানায়। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।

এরপর শ্রদ্ধা জানান, জাতীয় সংসদের স্পীকার, প্রধান বিচারপতিসহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষ করে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে, সর্বস্তরের মানুষের উন্মুক্ত করে দেয়া হয় স্মৃতির মিনার। ঢল নামে লাখো মানুষের। রাজধানীসহ আশপাশ থেকে আশা সকল মানুষের স্রোত যেন মিশে গিয়েছিল, স্মৃতিসৌধের বেদীতে।

এসময় হানাহানি মুক্ত সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করেন শ্রদ্ধা জানাতে আসা সকলেই।

সংশ্লিষ্ট খবর

Back to top button